মুন্সীগঞ্জের সিরাজদীখান থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মীর মোশারফ হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং ইছাপুরা গ্রামের মীর আব্দুস সাত্তারের ছেলে।
রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদীখান উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সিরাজদীখান থানায় সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি অভিযান পরিচালিত হয়। এ মামলায় গত বছরের ২৭ আগস্ট থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ৪০০ থেকে ৪৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, তদন্তে মীর মোশারফ হোসেন সুমনের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেপ্তার করা হয়।

