যশোরে হাসপাতালে ছেলেকে দেখতে এসে বাবার মৃত্যু

আরো পড়ুন

যশোরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অসুস্থ ছেলেকে দেখতে গিয়ে আব্দুর রহমান (৬৫) নামে এক পিতার মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি যশোরের চৌগাছা উপজেলার শুকপুকুরিয়ার মাকাপুর গ্রামের বাসিন্দা।

মৃত আব্দুর রহমানের বেয়াই নজরুল ইসলাম জানান, আব্দুর রহমানের ছেলে আব্দুস সাত্তার অসুস্থ হয়ে গত শুক্রবার যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। শনিবার দুপুরে ছেলেকে দেখতে এসে হাসপাতালের লেবার ওয়ার্ডের সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। সাথে সাথে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আ. ন. ম. বজলুর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ