জাতীয়তাবাদী ছাত্রদলের আসন্ন ৩ আগস্টের ছাত্র সমাবেশ শহীদ মিনার থেকে শাহবাগে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অনুরোধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল।
বুধবার (৩০ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন, ‘সমাবেশ আয়োজনের জন্য আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শহীদ মিনারের অনুমতি পেয়েছিলাম। তবে এনসিপির পক্ষ থেকে বারবার অনুরোধ আসায় আমরা একটি গণতান্ত্রিক সংগঠন হিসেবে তাদের আবেদনে সম্মান জানিয়ে সমাবেশের স্থান শাহবাগে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি।’
রাকিব আরও বলেন, ‘ছাত্রদলের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চললেও আমরা রাজনৈতিক সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখার নীতিতে অটল। শাহবাগ একটি ব্যস্ত এলাকা, সেখানে সমাবেশের কারণে নগরবাসীর কিছুটা ভোগান্তি হতে পারে—তবে সেই দুর্ভোগকে যেন সবাই সহনশীলভাবে গ্রহণ করেন, সেই অনুরোধ করছি।’
সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণাকে ইতিবাচক হিসেবে স্বাগত জানালেও সংশয় প্রকাশ করে বলেন, ‘যতক্ষণ না শেখ হাসিনার পৃষ্ঠপোষক ও সহায়তাকারীদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধই থাকবে।

