জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। দেশের প্রতিটি প্রান্তে আমরা গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে চাই।”
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থনের শহীদদের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
নাহিদ ইসলাম বলেন, “আজও গাজীপুরের কিছু চিহ্নিত গোষ্ঠী আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরা পিছপা হইনি। এর আগেও আমাদের গোপালগঞ্জে ঠেকানোর চেষ্টা হয়েছিল। তবুও আমরা সেখানে গিয়েছি, আজ গাজীপুরেও এসেছি। দেশের ৬৪টি জেলায় আমাদের পদচিহ্ন রয়েছে, ভবিষ্যতেও থাকবে।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন—তাদের স্মরণে আমাদের এ পথচলা। সকলকে আহ্বান জানাই, আসুন আমরা তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হই।”
দোয়া মাহফিল শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে নাহিদ ইসলাম ও সারজিস আলম সংক্ষিপ্ত গণসংযোগ শেষে গাজীপুর জেলার রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত পদযাত্রায় যোগ দিতে রওনা দেন

