যশোরের মণিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর বরাতে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর মোহাম্মদের বিরুদ্ধে বিগত সরকার আমলে দলীয় প্রভাব খাটিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগ রয়েছে। এছাড়া, পুলিশের নাম ব্যবহার করে অর্থ আদায়, চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতসহ একাধিক অভিযোগের ভিত্তিতে সম্প্রতি তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রেক্ষিতে শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ।
একইদিন মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অমল রায়কে একটি মামলায় গ্রেফতার করা হয়।
এছাড়া, শনিবার মুন্সিখানপুর গ্রামের মৃত আজ্জাত আলীর ছেলে আবদুস সাত্তারকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক ব্যবসার পাশাপাশি অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
অন্যদিকে, নারী নির্যাতন মামলার আসামি হিসেবে সুবোলকাটি গ্রামের আশিষ রায়কেও ঢাকুরিয়া এলাকা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জানান, গ্রেফতারকৃত চারজনকেই আদালতে পাঠানো হয়েছে।

