যশোরে বোন শারমিন হত্যা মামলায় অভিযুক্ত ভাই খোকন মোল্লা ও তার স্ত্রী সালমা বেগমকে গ্রেপ্তার করেছে পিবিআই যশোর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে খোকন মোল্লাকে প্রথমে আটক করা হয়। পরে তার জবানবন্দির ভিত্তিতে যশোরের রাজারহাট এলাকা থেকে তার স্ত্রী সালমা বেগমকে গ্রেপ্তার করে পিবিআই। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন।
গ্রেপ্তারকৃত খোকন মোল্লা খুলনার তেরখাদা উপজেলার হিন্দু কুশলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করেন। একই গ্রামে নিহত শারমিন ও তার স্বামী শিমুলও বসবাস করতেন।
পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে খোকন ও তার স্ত্রী সালমা বেগম হত্যার দায় স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, গত ২৩ জুলাই সকালে টাকার লেনদেন নিয়ে শারমিনের সঙ্গে সালমা বেগমের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন একটি ধারালো হাসুয়া নিয়ে বোনের বাড়িতে যান এবং তাকে কুপিয়ে হত্যা করেন।
ঘটনার পরদিনই কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার তদন্তভার পায় পিবিআই যশোর। তদন্তের ধারাবাহিকতায় মূল অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে পিবিআই।

