ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোলে আটক বহুল আলোচিত ছাত্রলীগ নেতা

আরো পড়ুন

বহুল আলোচিত একাধিক মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আব্দুর সামাদ আজাদ (৩১) ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক হয়েছেন। বুধবার (২৩ জুলাই ২০২৫) সকাল ৯টা ৪৫ মিনিটে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটককৃত আব্দুর সামাদ আজাদের পাসপোর্ট নম্বর A13959192। তিনি মৌলভীবাজার জেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা (ওয়ার্ড নং ০৪), পিতা মো. আকিব আলী। তিনি মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট স্ক্যান করার সময় তার নাম ‘স্টপলিস্টে’ থাকায় তাকে চিহ্নিত করা হয়।

ইমিগ্রেশন সূত্র জানায়, তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগে দায়ের করা হয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধির বিভিন্ন ধারায় হামলা, চুরিচামারি, অগ্নিসংযোগ, হত্যাচেষ্টা, ভাঙচুর এবং সন্ত্রাসী কার্যকলাপ সংক্রান্ত অভিযোগ।

তার বিরুদ্ধে দায়েরকৃত উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে রয়েছে:

  1. মামলা নম্বর-০২ (১৫/০৮/২০২৪): বিশেষ ক্ষমতা আইন ১৫(৩)/২৫D, দণ্ডবিধি ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪/৩৪
  2. মামলা নম্বর-২৭ (৩০/০৮/২০২৪): ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬
  3. মামলা নম্বর-২৮ (৩০/০৮/২০২৪): ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৩৮০/৫০৬/১১৪/৪২৭
  4. মামলা নম্বর-২৬ (২৯/০৮/২০২৪) সহ আরও অন্তত ৭টি মামলা

তাকে আটকের পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ