জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। তবে তাদের জন্য সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
সোমবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের জন্য মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ তুলে ধরতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
চাকরিতে কোটাব্যবস্থা চালু হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “না, কোনো কোটা থাকবে না। আমরা প্রত্যেককে তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করব।”
তিনি জানান, পুনর্বাসন প্রক্রিয়ার আওতায় আহত ও নিহতদের পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। “ফ্ল্যাট বা চাকরির কোটা নয়, ব্যক্তিভিত্তিক চাহিদা ও সক্ষমতা বিবেচনায় হাঁস-মুরগি পালন, পশুপালনসহ বিভিন্ন কর্মমুখী সহযোগিতা প্রদান করা হবে,” বলেন উপদেষ্টা।
জুলাই যোদ্ধাদের সরকারি অনুদান মুক্তিযোদ্ধাদের অনুদানের সমান করা হবে কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ এখানে আনা উচিত নয়। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অবদান অবিস্মরণীয় ও অনন্য।”

