ঝিকরগাছায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আরো পড়ুন

যশোরের ঝিকরগাছায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ জয়নাল আবেদিন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তিনি বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।

অভিযানটি পরিচালনা করেন ঝিকরগাছা থানার এসআই (নিঃ) জিএম ইমরান হোসেন রাজু ও এএসআই (নিঃ) এসএম জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ।

আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ