যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত: “গণতন্ত্র ফেরাতে সংগ্রাম চালিয়ে যেতে হবে”

আরো পড়ুন

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “ফ্যাসিবাদের দোসররা আজ সমাজের সর্বস্তরে সক্রিয়। আমরা যদি এখনই সতর্ক না হই, তবে এই কালনাগিনী সাপ আবার ছোবল দিতে পারে।”

আজ বিকেলে যশোর ঈদগাহ মোড়ে জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তুলে ধরে তিনি বলেন, “ভোটের অধিকার নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, “যুবারা যদি মনে করেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, তাহলে সেটি হবে বড় ভুল। এই যুদ্ধ এখনো শেষ হয়নি। শেখ হাসিনাকে বাংলা ছড়া করলেও গণতন্ত্র এখনো ফিরে আসেনি। তাই নতুন করে শপথ নিতে হবে—যতদিন গণতন্ত্র না ফেরে, ততদিন লড়াই চলবে। শুধু রাজপথে নয়, এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে সমাজের প্রতিটি স্তরে।”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা ও অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন

সর্বশেষ