যশোরে জলাবদ্ধতায় নাকাল জনজীবন, ড্রেনেজ ব্যবস্থার বেহাল চিত্র

আরো পড়ুন

মাত্র কয়েকদিনের মাঝারি বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়েছে যশোর শহরের স্বাভাবিক জনজীবন। শহরের কোর্টমোড়, ঈদগাহ মোড়, প্যারিশ রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক জলাবদ্ধতায় অচল হয়ে পড়ে। হাঁটু সমান পানিতে ডুবে যায় রাস্তা, সৃষ্টি হয় যানজট, আর চরম দুর্ভোগে পড়েন পথচারী, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ।

একজন ভুক্তভোগী বাসিন্দা বলেন, “বৃষ্টি হলেই এমন হয়। বাসা থেকে বের হওয়া যায় না, বাচ্চাদের স্কুলে পাঠানো যায় না। এটা কোনো শহর হলো?”
প্যারিশ রোডের এক ক্ষুব্ধ দোকানদার বলেন, “রাস্তায় পানি উঠে দোকানে ঢুকে পড়ে। গ্রাহক আসে না, ব্যবসা একেবারে বন্ধ হয়ে যায়।”

শুধু নাগরিক চলাচল নয়, বিপর্যস্ত হচ্ছে জরুরি সেবাও। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো যানবাহন পানিতে আটকে পড়ছে, ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসা ও নিরাপত্তা সেবা।

বিশেষজ্ঞরা বলছেন, যশোর শহরের জলাবদ্ধতার মূল কারণ অনিয়ন্ত্রিত নগরায়ন ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। শহরের পুরোনো ড্রেনগুলো অনেক জায়গায় বন্ধ বা অকেজো হয়ে গেছে, আর নতুন পরিকল্পনায় তা সমন্বিত হয়নি।

স্থানীয়রা বলছেন, “প্রতিবার নির্বাচনের আগে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু বাস্তবায়নের কোনো নজির নেই। কর দিচ্ছি, অথচ পানির নিচে ডুবে থাকছি!”

সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ভিডিও ও ছবি শেয়ার করে লিখছেন—‘যশোর শহর নয়, যেন ভেনিস!’ অনেকে প্রশ্ন তুলেছেন, “এই শহর নিয়ে কারও কোনো দায়িত্ববোধ আছে কি?”

নগরবাসীর দাবি, অবিলম্বে কার্যকর ড্রেনেজ উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করুক প্রশাসন।

আরো পড়ুন

সর্বশেষ