সুন্দরবনে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু,

আরো পড়ুন

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে মোস্তফা সরদার (৪৭) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাতে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনের আওতাধীন নোটাবেঁকীর ইলিশিমারি খালে এ ঘটনা ঘটে। শনিবার সকালে সহকর্মীরা তার মরদেহ লোকালয়ে নিয়ে আসেন।

নিহত মোস্তফা সরদার খুলনার কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা ইউনিয়নের বাসিন্দা। তিনি নওশের সরদারের ছেলে।

সহজুজ্জল ইউসুফ আলী নামে এক সহকর্মী জানান, ৪-৫ দিন আগে তারা একসাথে সুন্দরবনের ওই এলাকায় মাছ ধরতে যান। শুক্রবার বিকেলে অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সময় বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ধাওয়া করলে আতঙ্কে গভীর বনের দিকে ছড়িয়ে পড়েন জেলেরা। এসময় টিম সদস্যরা তাদের মাছ ধরার নৌকাটি জব্দ করে নিয়ে যায়।

এর কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থতা অনুভব করেন মোস্তফা সরদার। সহকর্মীরা তাকে নিরাপদ স্থানে বসিয়ে রেখে নৌকার খোঁজে যান। পরে অন্য একটি নৌকা নিয়ে ফিরে এসে মোস্তফাকে মৃত অবস্থায় পান তারা। রাতভর মরদেহ বহন করে সকালে তা লোকালয়ে পৌঁছান।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম জানান, “নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যুর খবর পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে ঘটনাস্থল সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।”

উল্লেখ্য, প্রতি বছরই নির্দিষ্ট সময় সুন্দরবনের নদ-নদীতে মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জেলেরা জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে বনে প্রবেশ করেন।

আরো পড়ুন

সর্বশেষ