যশোর মেডিকেল কলেজে রাজনৈতিকসহ সব ধরনের সংগঠনের কার্যক্রম স্থগিত

আরো পড়ুন

যশোর মেডিকেল কলেজে রাজনৈতিক উত্তেজনা ও বিভাজনের কারণে শিক্ষার্থীদের সেবামূলক সংগঠন সন্ধানী সহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ জুলাই) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসনাত মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। নোটিশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম স্থগিত থাকবে।

সূত্র জানায়, কলেজের একাডেমিক কাউন্সিলের গত ৮ আগস্টের বর্ধিত সভায় প্রথমবারের মতো সকল সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু সে নির্দেশ কার্যকর না হওয়ায় এবং রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর একটি ছাত্রসংগঠন আবারও সক্রিয় হয়ে ওঠে। এর প্রভাব পড়ে শিক্ষার্থীদের মধ্যেও।

বিশেষ করে ড্যাব–সমর্থিত কিছু শিক্ষকের ভূমিকার কারণে শিক্ষার্থীরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। এই দ্বন্দ্ব সন্ধানী ইউনিটেও ছড়িয়ে পড়ে। ২৯ ও ৩০ জুন ঐশিক গ্রুপের ব্যানারে পৃথকভাবে নবীনবরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজনের মাধ্যমে বিভাজন প্রকট হয়ে ওঠে।

সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, শিক্ষক-ডাক্তারদের অভ্যন্তরীণ বিরোধের বলি হচ্ছেন তারা। এই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ সংঘাত এড়াতে সকল সংগঠনের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয়।

অধ্যক্ষ ডা. আবু হাসনাত জানান, “শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান থেকে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত। আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছি। শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত মতাদর্শের হাতিয়ার বানানো যাবে না। সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ বজায় রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

আরো পড়ুন

সর্বশেষ