কুড়িগ্রামের চিলমারী উপজেলায় একটি পুরোনো কড়ই গাছের ভেতর থেকে হঠাৎ আগুন জ্বলে উঠেছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশন এলাকায় এ অস্বাভাবিক ঘটনা ঘটলে এলাকায় চরম কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের কাণ্ডের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন শত শত মানুষ।
স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, “সকালে শুনি গাছে আগুন জ্বলছে। গিয়ে দেখি সত্যিই ধোঁয়া বের হচ্ছে। কেউ বলছে অলৌকিক ঘটনা, আবার কেউ বলছে কেউ ইচ্ছে করে আগুন দিয়েছে।”
৬০ বছর বয়সী আলামিন, ৫০ বছরের আমেনা বেগম এবং ৪০ বছরের আসাদুজ্জামান জানান, প্রথমে গুজব ভেবেছিলেন, কিন্তু现场ে গিয়ে নিজেরাই আগুন দেখতে পান। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, তবে সফল হতে পারেনি।
চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের দলনেতা মো. ফারুক হোসেন জানান, “গাছের ভেতরে আগুন জ্বলতে থাকায় নেভানো কঠিন হয়ে পড়েছে। আমরা বারবার চেষ্টা করেও সম্পূর্ণ নিভাতে পারিনি।”
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, “গাছটি রেলওয়ের জমিতে অবস্থিত। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছি। বিষয়টি রেলওয়ে ও বন বিভাগকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এদিকে, গাছের অভ্যন্তরে এমন আগুন লাগাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। কেউ এটিকে অলৌকিক ঘটনা মনে করছেন, আবার কেউ বলছেন—গাছের ভেতরে কয়লার মতো কিছু জমে থাকতে পারে, কিংবা বৈদ্যুতিক সংযোগ থেকেও আগুনের সূত্রপাত হতে পারে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

