বেনানাপোল সীমান্তে বিজিবির অভিযান: মদ, শাড়ি, কসমেটিকসহ চোরাচালানি পণ্য জব্দ

আরো পড়ুন

: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কসমেটিকস ও খাদ্যপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দিনভর ৪৯ বিজিবির অধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের বিভিন্ন সীমান্ত পয়েন্টে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল, চকলেট, বিভিন্ন কসমেটিকস ও খাদ্যসামগ্রী জব্দ করা হয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ গোয়েন্দা তৎপরতা ও কৌশলগত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে মাদক ও অবৈধ পণ্যের প্রবাহ ঠেকাতে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে

আরো পড়ুন

সর্বশেষ