যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে একটি দোতলা বাড়িতে শুক্রবার (২৭ জুন) গভীর রাতে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও যশোর জেলা পুলিশ। অভিযানে তিনজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল।
আটককৃতরা হলেন ওই বাড়ির মালিক নজরুল ইসলামের জামাতা বোমা রিপন এবং তার দুই সহযোগী বাপ্পি ও কামরুল। যশোর ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলা এ অভিযানে স্পেশাল ডিবি টিম সরাসরি তদারকি করে। আটকদের পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, ১৮ জুন গভীর রাতে রাজধানীর পল্টনে একটি প্রাইভেটকার আটকাতে গেলে ভেতরে থাকা মাদক কারবারিরা ডিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এতে এএসআই আতিক হাসান পেটের বাম পাশে এবং কনস্টেবল সুজন বাম হাঁটুতে গুলিবিদ্ধ হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর থেকে পলাতক আসামিরা যশোরে নজরুল ইসলামের বাড়িতে আশ্রয় নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে

