যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বড় খলসি গ্রামে বিষধর সাপের কামড়ে মিলন সরদার (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই গ্রামের কাশেম সরদারের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার (২৪ জুন) বিকেলে স্থানীয় সাগদা মাঠে ঘাস কাটার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। সাপে কাটা অবস্থায় প্রথমে তাকে একটি ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করানো হয়। তবে অবস্থার অবনতি হলে রাতে তাকে সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাপ্পী কুমার দাস জানান, সাপে কামড়ের পর প্রাথমিক চিকিৎসায় দেরি হলে এমন প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, ঝাড়ফুঁকের বদলে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মিলন সরদারের জীবন রক্ষা করা সম্ভব হতো।

