বাজারমূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি এবং অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে যশোর শহরে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন ক্যাব সদস্য আব্দুর রকিব সরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দিলরুবা ট্রেডার্সে ৫০ হাজার টাকা জরিমানা
দড়াটানার পাইকারি সিগারেট বিক্রেতা দিলরুবা ট্রেডার্স-এর বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা বেনসন, গোল্ডলিফসহ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট বাজারমূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করছে। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় প্রতিষ্ঠানটির মালিক তৌফিকুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
স্বপ্নসাদ হোটেলে বাসি খাবার, ১০ হাজার টাকা জরিমানা
একই দিনে অভিযান চালানো হয় শহরের নিউমার্কেট এলাকার স্বপ্নসাদ রেস্টুরেন্টে। সেখানে গিয়ে দেখা যায়, রেস্টুরেন্টে পচা ও বাসি খাবার সংরক্ষণ ও পরিবেশন করা হচ্ছে। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বাদশার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নিয়মিত অভিযান চলবে: ভোক্তা অধিকার অধিদপ্তর
সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”