সাবেক সিইসি নুরুল হুদার গলায় ‘জুতার মালা’ দিয়ে পুলিশে সোপর্দ

আরো পড়ুন

নির্বাচনী ইতিহাসে চাঞ্চল্যকর এক ঘটনায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকায় স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, উত্তেজিত জনতা নুরুল হুদাকে ঘিরে রেখেছে এবং তাঁর গলায় জুতার মালা পরিয়ে দিয়েছে। পরে পুলিশ এসে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাবেক সিইসি নুরুল হুদার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

একই দিনে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়েরের আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সেখানে উল্লেখ করা হয়েছে, “২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রহসনের মাধ্যমে ভোট ডাকাতির” অভিযোগে সাবেক তিন নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনের নাম।

ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম হয়েছে, এবং নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ভূমিকা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

আরো পড়ুন

সর্বশেষ