২৬ জুন থেকেই এইচএসসি পরীক্ষা, ভুয়া বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান যশোর বোর্ডের

আরো পড়ুন

আগামী ২৬ জুন বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। প্রস্তুতির সবকিছুই সম্পন্ন করেছে যশোর শিক্ষা বোর্ড। তবে এ সময় একটি চক্র পরীক্ষার নিয়ন্ত্রকের স্বাক্ষর জাল করে ‘বাংলা প্রথমপত্র পরীক্ষা স্থগিত’ বলে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।

রোববার (২২ জুন) বিকেলে যশোর শিক্ষা বোর্ড থেকে বিষয়টি স্পষ্ট করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন জানান, বোর্ড কর্তৃপক্ষ এমন কোনো স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথাকথিত বিজ্ঞপ্তিটি মিথ্যা, ভিত্তিহীন এবং আইনত দণ্ডনীয় অপরাধ

তিনি আরও বলেন, “২৬ জুন নির্ধারিত সময় অনুযায়ী বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”

ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে বোর্ড ইতোমধ্যে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

জানা গেছে, শনিবার রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয় যে, বাংলা প্রথমপত্র পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে ২৬ জুনের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং পরবর্তী তারিখ পরে জানানো হবে।

এতে অনেক শিক্ষার্থী ও অভিভাবক বিভ্রান্ত হয়ে কলেজে যোগাযোগ শুরু করেন। পরবর্তীতে বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, এটি একটি চক্রান্তমূলক গুজব এবং আসল পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন হয়নি

যশোর বোর্ড সবাইকে গুজবে কান না দেওয়ার এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ