বিদেশি হস্তক্ষেপমুক্ত সুষ্ঠু নির্বাচনের দাবিতে জামায়াতের হুঁশিয়ারি

আরো পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “দেশে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে, যেখানে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ থাকবে না।”

শনিবার (২১ জুন) বেলা ১১টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার নামে যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে, তারাই গণতন্ত্র ধ্বংস করেছে। এখন সময় এসেছে ‘জুলাই অভ্যুত্থান’-এর চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ করার।”

তিনি আরও বলেন, “কোনো পক্ষ যদি আগামী নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে—প্রয়োজনে তাজা রক্ত দিয়ে হলেও।”

ভারতের ভূমিকা নিয়ে তিনি বলেন, “ভারত বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টে ষড়যন্ত্র করছে, খুনিদের আশ্রয় দিয়ে পরিস্থিতি আরও অস্থির করছে। দেশের জনগণকে এসব বিষয়ে সচেতন থাকতে হবে।”

নির্বাচন প্রসঙ্গে পরওয়ার বলেন, “আমরা সব সময় অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তবে খুনিদের বিচার এবং প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের।”

জাতীয় ঐক্যের অভাবের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জাতি এখনো ঐক্যবদ্ধ হতে পারেনি। এটি পরিকল্পিত ষড়যন্ত্রের ফল, যা রুখে দিতে হবে।”

তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থাধর্মীয়-নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মো. আজিজুর রহমান ও মাওলানা আবুল কালাম আজাদ

আরো পড়ুন

সর্বশেষ