যশোর শহরের বেজপাড়া তালতলায় পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় মারাত্মক আহত হয়েছেন মনি বেগম নামের এক গৃহবধূ। তিনি ওই এলাকার আছাদুল ইসলাম বাবলুর স্ত্রী।
সোমবার (১৭ জুন) বেলা সাড়ে তিনটার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মনি বেগমের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫) ইট দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছে

