যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আরো পড়ুন

যশোরের খুলনা-যশোর মহাসড়কে ট্রাকের ধাক্কায় আজিজুল হক (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আজিজুল সদর উপজেলার লেবুতলা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন মিস্ত্রি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টা ১৫ মিনিটের দিকে আজিজুল খুলনা থেকে মোটরসাইকেলে করে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে বসুন্দিয়া ঘুনি এলাকায় যশোর ফিড মিলের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি ১০ চাকার ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।

আরো পড়ুন

সর্বশেষ