বেনাপোলে বিজিবির অভিযান: ২৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে মাদকবিরোধী অভিযানে ২৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ জুন) সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের এই সফল অভিযান পরিচালিত হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সীমান্তে চোরাচালান ও মাদকপাচার রোধে গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোগা বিওপি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ফেনসিডিলগুলো সীমান্ত এলাকার একটি নির্জন স্থানে মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত মাদক দ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ধ্বংসের জন্য হস্তান্তর করা হবে।

বিজিবি কর্মকর্তা জানান, দেশের সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ