ত্রাণ আনতে গিয়ে ফের লাশ হয়ে ফিরলেন ২৭ ফিলিস্তিনি, গাজায় ইসরাইলের গুলিতে আহত ৯০

আরো পড়ুন

খাবারের সন্ধানে গিয়ে আবারও প্রাণ হারালেন নিরীহ ফিলিস্তিনিরা। গাজার দক্ষিণাঞ্চল রাফাহ শহরে একটি ত্রাণকেন্দ্রের কাছে ইসরাইলি সেনাদের গুলিতে ২৭ জন নিহতঅন্তত ৯০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ জুন) রাফাহর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালানোর এ ঘটনা ঘটে। ঘটনার সময় শত শত মানুষ সেখানে ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা কিছু “সন্দেহভাজনকে চিহ্নিত” করে গুলি ছুড়েছে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) দাবি করেছে, তারা কোনো ধরনের অঘটন ছাড়াই ত্রাণ বিতরণ করেছে। তবে বিতরণকৃত খাবার রান্না করতে হয়, অথচ যুদ্ধবিধ্বস্ত গাজায় রান্নার সুযোগ ও জ্বালানি দুটোই সংকটাপন্ন।

এর আগে রোববার একই ধরনের আরেকটি ঘটনার সময়ও রাফাহ শহরের একটি ত্রাণকেন্দ্রে গুলি চালানো হয়। রেড ক্রস জানায়, সেই ঘটনায় তাদের হাসপাতালে ১৭৯ জন হতাহত আসে, যাদের মধ্যে ২১ জন নিহত হন। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থা বলেছে, নিহতের সংখ্যা ছিল ৩১ জন

এইসব ঘটনার পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজার ত্রাণ কেন্দ্রে বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন।

তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায়নি।

আরো পড়ুন

সর্বশেষ