যশোরের শার্শা উপজেলায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় হবিবর রহমান হবি (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কুচেমোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হবি টেংরা গ্রামের মৃত হোসেন মোড়লের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গৃহবধূ বিউটি বেগম জানান, নাভারণ থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্রযোগে হবি কুচেমোড়া মোড়ে নামেন। সড়ক পার হওয়ার সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি লোকাল বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। বাসটি ঘটনার পরপরই পালিয়ে যায়।
ঘটনাস্থলের পাশে থাকা চায়ের দোকানদার জাকির হোসেন তাৎক্ষণিকভাবে আহত হবিকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের এসআই ইউসুফ শেখ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে রাস্তায় রক্তের দাগ ছাড়া কোনো আলামত পাওয়া যায়নি। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। বাসটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

