মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন কলেজ শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মাগুরা সদরের হাজীপুর গ্রামের লাল মিয়ার ছেলে রবিন (২২), লক্ষীকোল গ্রামের রেজাউল ইসলামের ছেলে জিসান (১৮) এবং কাশিয়াডাঙ্গা গ্রামের বকুল ইসলামের ছেলে সাজিম মোল্যা (২২)। তারা তিনজনই মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মামুন মোল্যা জানান, রবিন, জিসান ও সাজিম মোটরসাইকেলে করে ইটখোলা বাজার থেকে ইছাখাদা বাজারের দিকে যাচ্ছিলেন। বাইক চালক রবিন বিভিন্ন ভঙ্গিমায় চালাচ্ছিলেন যানটি। এ সময় পেছন থেকে আসা দুটি যাত্রীবাহী বাসের একটি মোটরসাইকেলটিকে ওভারটেক করে সামনে চলে যায়। রবিনও সেই বাসটিকে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনটি বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রবিন ও সাজিম বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত জিসানকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্ধান্ত সাহা জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রবিন ও সাজিমের মরদেহ উদ্ধার করে। বাসটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

