ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ, নতুন ভ্যারিয়েন্টে উদ্বেগj

আরো পড়ুন

ভারতে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত কয়েক দিনে দেশজুড়ে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭১০ জনে। এর মধ্যে শুধু কেরালাতেই শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৭ জন।

সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি দেশটিতে মৃত্যুর ঘটনাও ঘটছে। সাম্প্রতিক তথ্যে জানা গেছে, গত কয়েকদিনে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের। এরমধ্যে মহারাষ্ট্রে ৪ জন, কেরালায় ২ জন এবং কর্ণাটকে ১ জন মারা গেছেন।

কেরালার পর সংক্রমণে এগিয়ে আছে মহারাষ্ট্র (৪২৪ জন), দিল্লি (২৯৪ জন), গুজরাট (২২৩ জন), তামিলনাড়ু ও কর্ণাটক (দু’টি রাজ্যেই ১৪৮ জন করে), এবং পশ্চিমবঙ্গ (১১৬ জন)।

ভারতের কেন্দ্রীয় কোভিড-১৯ ড্যাশবোর্ড জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের একটি নতুন ধরন— এনবি.১.৮.১ ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ভ্যারিয়েন্টটির কারণে ভাইরাসের সংক্রমণ ছড়ানোর গতি বেড়ে গেছে, যদিও অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ তুলনামূলকভাবে মৃদু।

পরিস্থিতি বিবেচনায়, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে দেশের সব রাজ্যকে সতর্ক থাকতে বলেছে। হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও টিকা মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা নাগরিকদের আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে পুনরায় মাস্ক পরা, হাত ধোয়া ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে

আরো পড়ুন

সর্বশেষ