যশোরের রামকৃষ্ণ আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত দুই মাসে চারবার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অজ্ঞাত চোর বা চোরচক্র জানালার গ্রিল কেটে বিদ্যালয়ে প্রবেশ করে মূল্যবান বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তা শিকারী কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, ২৯ ফেব্রুয়ারি থেকে ২৯ এপ্রিলের মধ্যে চার দফায় চুরির ঘটনা ঘটে। এই সময়কালে বিদ্যালয়ে বিভিন্ন সরকারি ছুটি থাকায় প্রতিষ্ঠানটি বন্ধ ছিল এবং প্রধান শিক্ষকও প্রশিক্ষণে ব্যস্ত ছিলেন, যার ফলে তিনি তৎক্ষণাৎ কোনো অভিযোগ করতে পারেননি।
চোরেরা বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে মোট ১৯টি সিলিং ফ্যান, দুটি রাউটার, ছয়টি এলইডি লাইট, সব সিরামিক প্লেট, গ্লাস, কাপ-পিরিচ, বিদ্যালয়ের ঘণ্টা এবং দুটি অডিও সেট চুরি করে নিয়ে গেছে। এছাড়া, সহায়ক বই ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণও চুরি হয়েছে।
বিদ্যালয়ে বারবার চুরির ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

