ফেসবুকে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ দিয়ে প্রতারণা, চক্রের দুজন আটক

আরো পড়ুন

ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রচারের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন—যশোর শহরের মিশনপাড়ার বাসিন্দা সৈয়দ আলী আজমের ছেলে সৈয়দ আলী আফতার রিজভী এবং খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর-ভাগবা গ্রামের বাসিন্দা, বর্তমানে যশোর শহরের খড়কির এলাকার মজিবর রহমান মোড়লের ছেলে সাইফুল ইসলাম।

পিবিআই জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে নানা কৌশলে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিলেন। ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে চাকরির সুযোগ ও বিকাশে সহজ লোনের প্রলোভন দেখিয়ে মানুষকে প্রতারিত করতেন তারা। এসব অভিযোগের ভিত্তিতে শনিবার মধ্যরাতে যশোর শহরের পুরাতন কসবার ‘আর্কেডিয়া ট্রাভেলস’ নামক অফিস থেকে রিজভীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রিজভী তার সহযোগী সাইফুলের নাম প্রকাশ করলে, পরে গভীর রাতে তাকেও আটক করা হয়।

পিবিআই যশোরের এসআই মাসুদ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে জানান, এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল (রোববার) আটককৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

আরো পড়ুন

সর্বশেষ