যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি সাত লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশত পঁচিশ টাকা মূল্যের বিপুল পরিমাণ কসমেটিক্স, মাদকদ্রব্য, ঔষধ এবং চকলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিভিন্ন টহলদল বেনাপোল ও হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ি, কম্বল, থ্রি-পিস, টর্চ লাইট, পান মসলা, তামাক, জর্দা, ট্রান্সমিটার ও ফায়ার ইকুইপমেন্ট, কারেন্ট জাল, জিরা, সিগারেট, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, সিএনজি, ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭ লাখ ৪২ হাজার ৫২৫ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান চালিয়ে বিজিবি সফলভাবে চোরাচালান রোধ করে চলেছে।

