অভয়নগরে পারিবারিক কলহে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

আরো পড়ুন

যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রিনা সুলতানা (৫০) নামের এক নারী আত্মহত্যা করেছেন। রোববার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রিনা সুলতানা নওয়াপাড়া পীরবাড়ি এলাকার মুস্তাইন বিল্লার স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকালে পারিবারিক ঝগড়ার পর রিনা বাড়ি থেকে বের হয়ে যান। সন্ধ্যায় তাকে রাজঘাট রেললাইন এলাকায় হাঁটতে দেখা যায়। এ সময় বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি আসলে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে খুলনা রেলওয়ে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

খুলনা রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম খান জানান, “রিনা সুলতানা নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

 

আরো পড়ুন

সর্বশেষ