ঠাকুরগাঁও, ১৭ মে: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশিকে পুশইন করেছে। শনিবার ভোর ৫টার দিকে হরিপুরের চাপসার বিওপি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিজিবি সদস্যরা ১৩ জন নারী ও ৪ জন পুরুষকে আটক করে।
বিজিবির সূত্র জানায়, দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ চাপসার বিওপি টহল দলের সদস্যরা ভোরে সীমান্ত মেইন পিলার ৩৪৮/২এস-এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০ গজ ভেতরে রামপুর এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করেন।
আটক ব্যক্তিদের পরিচয়:
আটককৃত ১৭ জনের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। তারা যশোর, ঝিনাইদহ, পটুয়াখালী, বরিশাল, খাগড়াছড়ি ও নড়াইল জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন:
- পারভীন বেগম (৪৫), যশোর
- নাসিমা বেগম (৪৫), ঝিনাইদহ
- নুরুন নাহার বেগম (৫০), যশোর
- ময়না বেগম (৫০), পটুয়াখালী
- শায়না শেখ (৪০), যশোর
- রহিমা গাজী (৪৫), যশোর
- বিলকিছ বেগম (৩৫), যশোর
- রাশিদা বেগম (৬০), খাগড়াছড়ি
- সাইফুল ইসলাম (৩৫), খাগড়াছড়ি
- নুরতাজ বেগম (৩০), খাগড়াছড়ি
- নাছিমা বেগম (৩৫), বরিশাল
- সায়রা খাতুন (১১), খাগড়াছড়ি
- সোহেল (৭), খাগড়াছড়ি
- রহিম (১৬), নড়াইল
- লাভলী (৩৫), নড়াইল
- সামিউল মোল্লা (৪), নড়াইল
- আফসানা মোল্লা (৬), নড়াইল
আইনি ব্যবস্থা চলমান:
চাপসার বিওপি কমান্ডার জানান, আটক ব্যক্তিদের আইনগত প্রক্রিয়ার জন্য হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, “ভারতের বিএসএফ ১৭ জন বাংলাদেশিকে পুশইন করেছে। বিজিবি তাদের আটক করে থানায় সোপর্দ করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

