নোয়াখালীতে ২১ দিনেও খোঁজ মেলেনি অপহৃত দুই বোনের

আরো পড়ুন

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী, ১৭ মে: নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন থেকে অপহরণের ২১ দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি দুই স্কুলছাত্রী বোন তাহরিম হারুন ফালাহ (১৫) ও তাছনুবা হারুন তাহা (১২)। এ ঘটনায় চরম উদ্বেগে দিন পার করছেন তাদের পরিবার।

শনিবার (১৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত সাজ্জাদুর রহমান শাওনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

494815157 1372204397441933 7627796733158512619 n.jpg?stp=dst jpg p720x720 tt6& nc cat=103&ccb=1 7& nc sid=0024fc& nc ohc=YimPt Ol6V8Q7kNvwHTr7A4& nc oc=AdlU lWdRj1lwbce22u62O18rTyo2f7K4zx7Eh64t2i68LZeIgGws52TuTWgGDQ wAQ& nc ad=z m& nc cid=0& nc zt=23& nc ht=scontent.fjsr17 1

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় রামানন্দী গ্রামের নিজ বাসা থেকে দুই বোনকে অপহরণ করে নিয়ে যায় স্থানীয় যুবক শাওন ও তার সহযোগীরা। বড় বোন তাহরিম এসএসসি পরীক্ষার্থী ও ছোট বোন তাছনুবা সপ্তম শ্রেণির ছাত্রী।

তাদের মা ফরিদা আক্তার জানান, তার বড় মেয়েকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন উপজেলার চর বাঞ্চারাম গ্রামের ওমর ফারুকের ছেলে সাজ্জাদুর রহমান শাওন। বিষয়টি শাওনের পরিবারের কাছে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং এ নিয়ে শাওন আরও আগ্রাসী হয়ে ওঠে।

পরিবারের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় ঘরে কেউ না থাকার সুযোগে শাওন ও তার বন্ধুরা দুই বোনকে

 

494357429 666292562835429 1823605534600692006 n.jpg?stp=dst jpg p720x720 tt6& nc cat=104&ccb=1 7& nc sid=0024fc& nc ohc=jUie GI0mZUQ7kNvwESQHDz& nc oc=Adm0pVsm8fjGkoHzHTX9nrwYtmMwx0xY2 0aOvsNha0RphGUWwLfJfG433ssC9IHMrc& nc ad=z m& nc cid=0& nc zt=23& nc ht=scontent.fjsr17 1

অপহরণ করে। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে থানায় অভিযোগ দেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীদের বাবা হারুন অর রশিদ বলেন, “আমার বড় মেয়ে ছয়টি বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে। ঘটনার সময় সে পড়ার টেবিলে ছিল। প্রযুক্তির যুগে ২১ দিন পার হয়ে গেলেও পুলিশ আমার মেয়েদের উদ্ধার করতে পারেনি।”

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফখরুল ইসলাম বলেন, “শাওনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

আরো পড়ুন

সর্বশেষ