নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের অভিযানে চার ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ১ লাখ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—চৌগাছার বর্ণি গ্রামের নয়ন বিশ্বাস (৩০), ঝিনাইদহের মহেশপুর উপজেলার বড়বাড়ি রাজাপুর গ্রামের রাজিব হোসেন (২৮), শাহ আলম (২৮) এবং মোহাম্মদ ইব্রাহিম (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
জাগো/মেহেদী

