আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা: নাশকতার আশঙ্কায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

আরো পড়ুন

আওয়ামী লীগের সবধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা সংস্থাগুলোর মতে, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে গোপনে তৎপরতা চালাতে পারে তারা।

এই পরিস্থিতিতে দলটির নেতাকর্মীদের দেখামাত্র গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে। এ নির্দেশনা ইতিমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পৌঁছে গেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, সম্প্রতি দেশত্যাগকারী সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী দল পুনর্গঠনে সক্রিয় ছিলেন।

এমন প্রেক্ষাপটে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা এসপিদের বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না। কেউ এ ধরনের তৎপরতায় জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পুলিশের কোনো সদস্য যদি অপেশাদার আচরণ করে, তাকেও ছাড় দেওয়া হবে না।

অপরদিকে, ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম জানান, আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট কোনো সংগঠন আর প্রকাশ্যে বা গোপনে কোনো কার্যক্রম চালাতে পারবে না। সাইবার জগতে তাদের কার্যক্রমেও নজরদারি বাড়ানো হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষণার পর আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশবিরোধী তৎপরতায় লিপ্ত হচ্ছে এমন তথ্য তাদের কাছে রয়েছে। তালিকাভুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং গ্রেফতার অভিযান আরও জোরদার করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ