যশোরে গরুবোঝাই নসিমনের ধাক্কায় নববধূর মৃত্যু

আরো পড়ুন

নববধূ ঋতুর বাবার বাড়িতে ফেরা আর হলো না। শুক্রবার সন্ধ্যায় যশোর-চৌগাছা সড়কের দোগাছিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের আক্তার হোসেনের মেয়ে ঋতু খাতুন (১৮) সম্প্রতি বিয়ে হয় যশোর শহরের পালবাড়ি টালীখোলা এলাকার এক যুবকের সঙ্গে। শুক্রবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাবার বাড়ির উদ্দেশে রওনা দেন ঋতু।

পথিমধ্যে দোগাছিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ঋতু খাতুন।

খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। তিনি জানান, ঋতুর বিয়ে হয়েছিল মাত্র কিছুদিন আগে।

এই দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে

 

আরো পড়ুন

সর্বশেষ