যশোরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেফতার

আরো পড়ুন

 

যশোরের ঝিকরগাছা উপজেলার একটি জোয়ার আসর থেকে ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানসহ আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৪ মে) রাত ৯টার দিকে ঝিকরগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে এবং ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে তারা এলাকায় ফেরেননি।

গ্রেফতারকৃতরা হলেন—বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, শার্শা ইউনিয়নের ইউপি সদস্য তোতা ও খালেক, আওয়ামী লীগ নেতা হায়দার, মাখম ও মুকুলসহ মোট সাতজন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামিদের গ্রেফতার করা হয়। তাদের সোমবার (৫ মে) দুপুরে যশোর আদালতে হাজির করা হবে।

পুলিশ আরও জানায়, ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে তারা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।

 

আরো পড়ুন

সর্বশেষ