যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের বাসিন্দা, তিনি শুনীল ঘোষের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার উপপরিদর্শক (এসআই) এস আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালনের সময় ওই স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে শুভ ঘোষকে আটক করে তার শরীর তল্লাশি করা হয়।
তল্লাশিতে তার পরনে থাকা জিন্স প্যান্টের ডান পকেট থেকে মোট ১ কেজি ১৯২.৬৯ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক এক কোটি বিশ লাখ টাকা।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।