যশোরে মাদক কারবারিকে গণধোলাই

আরো পড়ুন

যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে সেতু (৩০) নামে এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। তিনি একই এলাকার মৃত মহসীন আলীর ছেলে।

শুক্রবার রাত ৯টার দিকে পানির ট্যাংক এলাকার কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতু অনিক, জুবায়েরসহ বেশ কিছু উঠতি বয়সী যুবককে নিয়ে বেজপাড়ায় একটি সক্রিয় মাদক চক্র গড়ে তোলে। এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি এবং নানা অপরাধমূলক কার্যক্রমে জড়িত।

ঘটনার রাতে সেতু মাদক কেনাবেচার সময় স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করে অজ্ঞাত স্থানে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

আরো পড়ুন

সর্বশেষ