যশোর সহ একযোগে এলজিইডির ৩৬ দপ্তরে দুদকের অভিযান

আরো পড়ুন

গ্রামীণ অবকাঠামো নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে রাজধানীর এলজিইডি সদর দপ্তরসহ মোট ৩৬টি অফিসে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানের আওতায় রয়েছে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এলজিইডির প্রধান কার্যালয় এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তর, যেমন—চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, গাজীপুর, কক্সবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, রাঙামাটি, সুনামগঞ্জসহ মোট ৩৬টি স্থান।

দুদক সূত্র জানায়, গ্রামাঞ্চলের রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার, গুণগতমানহীন কাজ, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অনিয়মে জড়িতদের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাদের পাশাপাশি ঠিকাদারদের বিরুদ্ধেও অভিযোগ এসেছে।

এর আগে ১৬ এপ্রিল সারাদেশের ৩৫টি সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছিল দুদক। সেবাপ্রার্থীদের হয়রানি ও ঘুষ লেনদেনের প্রমাণ পাওয়ায় কিছু কর্মকর্তাকে হাতেনাতে আটকও করা হয়।

দুদক বলছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরো পড়ুন

সর্বশেষ