নড়াইলের কালিয়া উপজেলায় রফিকুল মোল্যা (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছন থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রফিকুল ওই গ্রামের আজিজুল মোল্যার ছেলে। তিনি সম্প্রতি একটি হত্যাকাণ্ডের মামলায় পলাতক ছিলেন। গত ১১ এপ্রিল একই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে সংঘর্ষে আফতাব মোল্যার ভাই ফরিদ মোল্যা (৫৭) নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার একাধিক আসামির মধ্যে রফিকুলও ছিলেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। হত্যার পেছনে কারা জড়িত এবং কী কারণে এ হত্যাকাণ্ড—তা জানতে তদন্ত চলছে।

