যশোরে কালবৈশাখী ঝড়ে কৃষকের স্বপ্ন চুরমার

আরো পড়ুন

যশোরে মাত্র ৩০ মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষকদের স্বপ্ন ভেঙে পড়েছে। হঠাৎ শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে ধান, শাক-সবজি ও অন্যান্য ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জমিতে পানি জমে যাওয়ায় কৃষকেরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে যশোর অঞ্চলে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার গতিতে ধেয়ে আসা এই ঝড়ের সাথে ছিল প্রবল বৃষ্টিপাতও। যদিও এখনো বৃষ্টির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। ঝড় ও বৃষ্টির তাণ্ডবে মাঠের ফসল মাটিতে লুটিয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। জমিতে পানি জমে থাকায় ফসল পচে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, ঝড় ও শিলাবৃষ্টির ফলে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। যারা ইতিমধ্যে ধান কেটে ঘরে তুলেছেন, তারা কিছুটা নিরাপদে আছেন। তবে মাঠে এখনও প্রায় ৪০-৪৫ ভাগ পাকা ধান পড়ে আছে। অন্যদিকে কৃষকদের ভাষ্যমতে, মাঠে এখনো ৬০-৭০ ভাগ ধান রয়ে গেছে, যা ঝড় ও বৃষ্টির কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ