নোয়াখালীতে শহীদ রিজভীর ছোট ভাইকে কুপিয়ে গুরুতর জখম

আরো পড়ুন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় জুলাই-গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই শাহরিয়ার হাসান রিমন (১৬) কে ফিল্মি স্টাইলে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মাইজদী শহরের বালিংটন মোড়ে এই হামলার ঘটনা ঘটে।

রিমন নোয়াখালী পৌরসভার বালিংটন মোড় এলাকার বাসিন্দা ও ব্যাংকার মো. জামাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

রিমনের মা ফরিদা ইয়াছমিন জানান, দুই দিন আগে রিমনের স্কুলের বন্ধুদের সঙ্গে বহিরাগত কিছু ছেলের ঝগড়া হয়। বিষয়টি রিমন স্কুল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যদের জানায়। তখন রিমন ঝগড়াবাজদের উদ্দেশ্যে বলে, সে একজন শহীদের ভাই এবং আর কোনো মায়ের বুক খালি দেখতে চায় না। পরে রিমন বিষয়টি মীমাংসা করে দেয়, যাতে তার বন্ধুদের কোনো ক্ষতি না হয়।

এতে বহিরাগতরা ক্ষিপ্ত হয়ে রিমনের ওপর হামলার পরিকল্পনা করে। রোববার বিকেলে স্কুল থেকে ফেরার পথে তারা রিমনকে পিছন থেকে ডেকে নিয়ে পিঠ ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান।

ফরিদা ইয়াছমিন আরও জানান, রিমনের শরীরে ছয়টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, যার মধ্যে পিঠের তিনটি আঘাত ফুসফুস পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। হামলাকারীরা প্রথমে রিমনকে মৃত মনে করলেও পরে যখন জানতে পারে সে বেঁচে আছে, তখন তারা হাসপাতালে গিয়ে দ্বিতীয়বার হামলার চেষ্টা করে। রিমনের স্কুলের বন্ধুরা হামলাকারীদের চিনতে পেরেছে বলে জানান তিনি।

এ বিষয়ে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবু তাহের বলেন, ঘটনার তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। কী কারণে হামলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আহত রিমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ