যশোরে প্রতারণার ফাঁদ: অচেতন অভিনয়ে টাকা হাতিয়ে নেয় নারী

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক

যশোরে সহানুভূতিকে পুঁজি করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের ঘটনা আবারও সামনে এসেছে। সম্প্রতি বেজপাড়া সর্বজনীন পূজামণ্ডপের পাশে এবং পুলিশ সুপারের কার্যালয়ের কাছে একই নারীর অচেতন হওয়ার অভিনয় নজরে আসে স্থানীয়দের।

কয়েক মাস আগে পূজামণ্ডপের পাশে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা সাহায্যে এগিয়ে আসেন। এক তরুণী তার মুখে পানি ছিটালে তিনি উঠে বসেন, কিন্তু উপস্থিতদের কোনো প্রশ্নের জবাব দেননি। পরে উপস্থিত জনতা প্রায় ২৫০ টাকা সাহায্য করে তাকে রিকশায় তুলে দেন। গন্তব্য জানতে চাইলে প্রথমে ‘দড়াটানা’ এবং কিছুক্ষণ পর ‘পালবাড়ি’ যাওয়ার কথা বলেন ওই নারী, যা উপস্থিতদের সন্দেহ তৈরি করে।

এক প্রত্যক্ষদর্শী জানান, একই নারীকে এর আগেও সদরের অন্য স্থানে একইভাবে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। সর্বশেষ শনিবার রাতে, এশার নামাজের পর, পুলিশ সুপারের কার্যালয়ের পাশেও তাকে একই কৌশলে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের ধারণা, ওই নারী মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে অর্থ সংগ্রহ করছেন।

সকলকে এ ধরনের প্রতারণার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

 

আরো পড়ুন

সর্বশেষ