নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের দুই দিন পর একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে সাবেক এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ ও নিহতের স্বজনেরা হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি।
নিহত মীর হোসেন ওরফে সাদ্দাম (৩১) রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মনহর আলী পিয়ানো বাড়ির মৃত মমিনুল হকের ছেলে। তিনি রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিসানের মালিকানাধীন ‘সোলেমান ট্রেডার্স’ (রড-সিমেন্টের দোকান) এর ম্যানেজার ছিলেন।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সওদাগরের বাড়ির পাশের একটি নতুন বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজ গ্রাম রাজেন্দ্রপুর থেকে সাদ্দাম নিখোঁজ হন। বিষয়টি তার পরিবার মৌখিকভাবে বেগমগঞ্জ থানা পুলিশকে জানায়। শনিবার সকাল ৬টার দিকে দুর্গাপুর গ্রামে আম কুড়াতে যাওয়া কয়েকজন শিশু সেপটিক ট্যাংকের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
নিহতের গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

