টেকনাফের পাহাড় থেকে অক্ষত অবস্থায় উদ্ধার নিখোঁজ ৬ শ্রমিক

আরো পড়ুন

কক্সবাজারে কাজের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ হওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয়জন রাজমিস্ত্রী শ্রমিককে টেকনাফের একটি পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফের রাজারছড়া পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

উদ্ধারকৃতরা সবাই সিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাবাজার এলাকার পশ্চিম লোহারমহল গ্রামের বাসিন্দা। তাদের অক্ষত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না।

মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ শ্রমিকদের চার স্বজন টেকনাফ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালায় এবং রাজারছড়া পাহাড় থেকে তাদের উদ্ধার করে। জানা গেছে, ওই ছয়জনকে অপহরণ করে পাহাড়ে জিম্মি করে রাখা হয়েছিল, তবে এখন পর্যন্ত অপহরণকারীদের কাউকে আটক করা যায়নি।

এর আগে, মঙ্গলবার দুপুরে নিখোঁজ রশিদ আহমদ একটি বিদেশি নম্বর থেকে ফোন করে জানান যে, তাদের ট্রলারে করে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এই তথ্য জানান রশিদের সহকর্মী নিখোঁজ এমাদ উদ্দিনের ভাই বাহার উদ্দিন।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ছয় শ্রমিক কক্সবাজারের উদ্দেশ্যে কাজের খোঁজে রওনা দেন। ১৬ এপ্রিল তারা কক্সবাজারে পৌঁছানোর পর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়, এরপর থেকেই তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

  1. নিখোঁজ শ্রমিকরা হলেন: মো. লুকুছ আলীর ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), আব্দুল মান্নানের ছেলে এমাদ উদ্দিন (২২), সুফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) এবং মৃত ছবর আলীর ছেলে আব্দুল জলিল (৫৫)।

আরো পড়ুন

সর্বশেষ