‘যশোরের দুঃখ’ হিসেবে পরিচিত ভবদহের দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের উদ্দেশ্যে আগামীকাল মঙ্গলবার তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টারা সরেজমিন পরিদর্শনে যাচ্ছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উপদেষ্টাদের একসঙ্গে আগমনকে ভীষণ গুরুত্বের সঙ্গে দেখছেন স্থানীয়রা ও আন্দোলনকারীরা।
উল্লেখযোগ্যভাবে, এই প্রথমবার ভবদহে একসঙ্গে তিন মন্ত্রণালয়ের উপদেষ্টার উপস্থিতি হতে যাচ্ছে। তাদের এই সফরে আশা দেখছেন ভবদহবাসী, বিশেষ করে চার লক্ষাধিক মানুষ যাঁরা বছরের পর বছর জলাবদ্ধতায় ভুগছেন।
জেলা প্রশাসনের তথ্যমতে, উপদেষ্টা ফারুক-ই-আজম, সৈয়দা রিজওয়ানা হাসান এবং মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হেলিকপ্টারে করে নওয়াপাড়া সরকারি কলেজ মাঠে পৌঁছাবেন। সেখান থেকে সেনাবাহিনী, জেলা প্রশাসন এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তাঁরা ভবদহের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করবেন এবং ভুক্তভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
পরিদর্শন শেষে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সুধীসমাজ ও ভবদহ সংগ্রাম কমিটির নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) প্রকল্প চালু এবং আমডাঙা খালের সংস্কার নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
ভবদহ সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, “বিগত সরকারগুলোর দুর্নীতির কারণে ভবদহ সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। এবার উপদেষ্টারা এসেছেন, আমরা চাই তারা যেন সেনাবাহিনীর প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন করে দেন।” তিনি আরও জানান, সেচ পাম্পের মাধ্যমে পানি অপসারণের পরিবর্তে টিআরএম বাস্তবায়নই হতে পারে একমাত্র টেকসই সমাধান।
কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালী জানান, কৃষকদের ক্ষতিপূরণ ও কৃষিঋণ মওকুফের দাবি জানানো হবে উপদেষ্টাদের কাছে। সেই সঙ্গে সেচ প্রকল্পের আড়ালে যারা অর্থ লুট করেছে, তাদেরও বিচারের আওতায় আনার আহ্বান জানানো হবে।
বহু বছর ধরে চলমান সমস্যার স্থায়ী সমাধান এবার মিলবে কি না, তা সময়ই বলবে। তবে উপদেষ্টাদের এই পরিদর্শন ভবদহবাসীর মনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে

