ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালায়।
তাৎক্ষণিকভাবে এই হামলার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পূর্ববর্তী শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে।
বর্তমানে সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, গতকাল ধানমন্ডি এলাকায় তাদের এক সহপাঠীকে অজ্ঞাতপরিচয় কিছু যুবক মারধর করে। তাদের দাবি, হামলাকারীদের মধ্যে একজন সিটি কলেজের শিক্ষার্থী ছিল।
তারা আরও বলেন, পূর্ব শত্রুতার কারণে সিটি কলেজের একটি গ্রুপ এই ঘটনায় জড়িত। আহত শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর প্রতিবাদ হিসেবেই তারা আজ সিটি কলেজে অবস্থান নিয়েছেন বলে জানান।

