চুয়াডাঙ্গায় দ্রুতগতির যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত

আরো পড়ুন

  • চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নয়মাইল বাজারে দ্রুতগতির একটি যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে সিন্দুরিয়া রোড মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন—চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের স্কুলপাড়ার বাসিন্দা ও মৃত মকসেদ মণ্ডলের ছেলে ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৬৫) এবং মহাম্মদজমা গ্রামের মৃত ইসমাইল খন্দকারের ছেলে গোলাম সরওয়ার (৭০)।

    চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ভোরের দিকে একটি অজ্ঞাত পরিবহনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পরিবহনটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

    নিহত গোলাম সরওয়ার চাল কেনার উদ্দেশ্যে ভ্যানে করে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। সড়কে ওঠার মুহূর্তে ঝিনাইদহগামী একটি অজ্ঞাত পরিবহনের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি ও ভ্যানচালক আব্দুর রাজ্জাক নিহত হন।

    চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান, স্থানীয়দের বরাতে জানতে পেরেছেন, দুজনই পরিবহনের চাকার নিচে পিষ্ট হন। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন

সর্বশেষ